মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদী সংলগ্ন রাস্তার উপর থেকে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ করেছে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি। এ সময় ৪ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি অটোরিকশাসহ মোট ১১ জনকে আটক করা হয়।
১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মোহনপুর এলাকায় দুস্থ, অসহায়দের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়েছে। এছাড়াও একটি এতিমখানাতে জাটকা দান করা হয়।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মতলব উত্তরের বাবুবাজার আড়তের সামনে মেঘনা নদী সংলগ্ন রাস্তার উপর থেকে ছয়টি অটোরিকশা জাটকা পরিবহনের সময় ৯ জন জেলে ও দশানী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌকা’সহ ২ জেলেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে ৪টি নিয়মিত মামলা করা হয়েছে।
আটকরা হলেন, বাশার প্রধান (২২), নূরআলম (২২), মো. সাগর (২৫), আশিক বর্মন (২৪), বিপুল বর্মন (২৪), মো. সুমন মোল্লা (২৪), মো. কালু (২২), বিজয় বর্মন (২৪), মো. মেহেদী হাসান (১৯), মো. মুক্তার হোসেন (৫৫) ও আরিফ হোসেন (২২)।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ আরও বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রফতানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জাটকা অভিযান ও জাটকা বিতরণকালে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান, মতলব উত্তর সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানসহ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available