• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে দ্রুতগতির ট্রাকের চাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৫৬:০৭

রাঙামাটিতে দ্রুতগতির ট্রাকের চাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের নাম- মো. হানিফ। তিনি রাঙামাটি শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকার বাসিন্দা।

এতে গুরুতর আহত দুজনকে প্রাথমিকভাবে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রামে যাচ্ছিল। সাপছড়ি এলাকায় রাঙ্গামাটিগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই গুরুতর আহত হন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।

দুর্ঘটনায় আহতদের মধ্যে সৈকত চাকমা নামে একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি মো. নূর আজিম নামে অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, ‘এ দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে এবং নিহত আরও একজনকে কাউখালীতে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

এদিকে কাউখালী থানার ওসি রাজীব কর বলেন, ‘দুর্ঘটনায় নিহত একজনকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন চক্রবর্তী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে এসে আমরা ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫