যশোর প্রতিনিধি: যশোর-৩ (যশোর সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকে যারা এখানে বসে আমাদের কথা শুনছো। আজ থেকে ১৭-১৮ বছর পরে তোমাদের বয়স হবে ২৯-৩২ বছর। তোমরাই সামনে থেকে নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশের। আর তাই তোমাদের জন্য আমাদের প্রয়োজন একটি উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাই করেছেন তোমাদের জন্য।’
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে যশোর নিউটাউনের বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের (আবাসিক) ৩৫তম আন্তঃহাউস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে এমপি কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন। সে কারণে শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম সংযোজন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা মুখস্থ না করে বিভিন্ন সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। শিক্ষাব্যবস্থায় নতুন নতুন নানা উপাদান সংযুক্ত করা হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে কার্যকর ভূমিকা রেখে চলেছেন। কিন্তু তার উন্নয়ন কর্মকাণ্ড সহ্য হয় না একাত্তরের পরাজিত শক্তিদের।’
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের সভাপতি, উপ-শহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম খয়রাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এস এম রবিউল আলমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available