• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাটুরিয়ায় লেবু ক্ষেত থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:০১:৩০

সাটুরিয়ায় লেবু ক্ষেত থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় আব্দুর রউফ রোমান (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আব্দুর রউফ রোমান উপজেলার গাছবাড়ী এলাকার মৃত নাছির উদ্দীনের ছেলে ।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীখালী নদীর পাড়ের আব্দুস সামাদ মিয়ার লেবু ক্ষেত থেকে রোমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করেছে পুলিশ।

নিহতের মামা অ. সেনা সদস্য মো. আব্দুল ওয়াহিদ জানান, রোমান উপজেলার দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকায় নিজ বাড়ির কাছেই মুদি দোকান করে। ১৪ ফেব্রুয়ারি বুধবার রাত ১১টা পর্যন্ত দোকানে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ দেখে তার বাসায় তাকে খোঁজ করি। পরে তাকে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে রাতেই থানা পুলিশকে বিষয়টি অবগত করি। আজ বৃহস্পতিবার সকালে গাজীখালী নদীর পাড়ের আব্দুস সামাদ মিয়ার লেবু ক্ষেতে তার মরদেহ দেখে এলাকাবাসী স্বজনদের জানান। পরে পুলিশ খবর পেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এ ঘটনায় মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরুল হাসান, র‍্যাব ৪ সিপিসি ৩ কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা ও দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলিনূর বকস রতন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল হাসান বলেন, র‍্যাব, ডিবি, পিবিআই ও থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও তদন্তের কাজ করছে। নিহতের শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০