কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার প্রথম দিনে এসএসসি পরীক্ষার্থীদের বাংলা আবশ্যিক ১ম পত্র ও এসএসসি ভোকেশনাল ও দাখিল সহজ বাংলা ১ম পত্রের পরীক্ষা হয়। এ বছর জেলার এসএসসি পরীক্ষা ৩৪টি কেন্দ্র, এসএসসি দাখিল ১১টি ও ভোকেশনালে ১২টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানা গেছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।
এদিকে, এসএসসি পরীক্ষার প্রায় ১ হাজার পরীক্ষার্থীর মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে কলম, পানি ও ফাইল বক্স বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
কুড়িগ্রাম মাধ্যমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলার এসএসসি মাধ্যমিকে ৩৪টি পরীক্ষা কেন্দ্রে ২২ হাজার ৬৫ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এছাড়া এসএসসি দাখিলে ১১টি কেন্দ্রে ৫ হাজার ৯১৯ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১২টি কেন্দ্রে মোট ১ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় নকল ও অসাধু উপায় ঠেকাতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল হক বলেন, জেলায় এ বছর এসএসসি সমমান পরীক্ষায় ৫৭টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষা নকল ও দুর্নীতিমুক্ত করতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available