• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো ছেলে

১৫ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২০:২৭

বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো ছেলে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দু’বারের ইউপি সদস্য বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো. সৈকত। 

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ‘মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে’র মেধাবী ছাত্র সৈকত উপজেলার ভোগনগর ইউনিয়নের ‘রহিম বখস উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের দু'বারের ইউপি সদস্য মো. শফিউল আলম সুরুজের ছেলে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা সত্যতা নিশ্চিত করে জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য এবং তিনি গ্রামের মৃত ওসমান গনির ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান তিনি। তার নামাজের জানাজা বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার মরদেহ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ সাংবাদিকদের বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার কেন্দ্রে দিয়ে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে সে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস জানান, আমরা পরীক্ষা হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। সেই সাথে মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫