রংপুর ব্যুরো: ১৫ ফ্রেরুয়ারি বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে রংপুর বিভাগের ৮ জেলায় প্রায় ২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৬১ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৫৭৫ জন। রংপুর বিভাগের ৮ জেলায় ২৭৮টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে দিনাজপুর জেলায় মোট ৬১টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেবে ৪০ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী, ঠাকুরগাঁও জেলার ২৪টি কেন্দ্রে মোট ২০ হাজার ১৮০ জন, পঞ্চগড় জেলার ২২টি কেন্দ্রে মোট ১৪ হাজার ৩০১ জন, রংপুর জেলার ৫০টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৭৭ জন, গাইবান্ধা জেলার ৪০টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৪৪৪ জন, নীলফামারী জেলার ২৭টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৫১৫ জন, কুড়িগ্রাম জেলার ৩৪টি কেন্দ্রে মোট ২২ হাজার ৯৮০ জন এবং লালমনিরহাট জেলার ২০টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেবে মোট ১৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী।
পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে।
এছাড়া পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available