• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাজিরপুরে সাবেক চেয়ারম্যানের বসতঘর আগুনে পুড়ে ছাই

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩২:১৩

নাজিরপুরে সাবেক চেয়ারম্যানের বসতঘর আগুনে পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মালিখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন মন্ডল মিঠুর বাবার আমলের পাকা কাঠের তৈরি বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। সেইসাথে তার বর্তমান বসবাসরত পাকা ভবনের কয়েকটি কক্ষ আগুনে পুড়েছে। এতে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১৪ ফেব্রুয়ারি বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাবেক চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু ওই ঘরের পার্শ্ববর্তী দ্বিতীয় তলার বেডরুমে তার পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন।

এ বিষয়ে সুমন মন্ডল মিঠু জানান, বুধবার আনুমানিক ২টার দিকে আমার বাবার আমলের প্রায় ৭০ বছরের পুরাতন পৈত্তিক বসত ঘরে আগুন লাগে এবং ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে, ঐ ঘর পুরে পার্শ্ববর্তী দোতলা ভবনের দ্বিতীয় তলায় আমার বেডরুমে আগুন লেগে যায়। আগুনের তাপে আমার স্ত্রীর ঘুম ভাঙ্গলে সে এবং আমার মেয়ে আমার হাত ধরে টেনে ভবন থেকে বের করে নেয়। ততক্ষণে আমাদের পুরাতন ঘরের মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে পাশ্ববর্তী পাকা ভবনের দ্বিতীয় তলায় আমার বেডরুমে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে রুমের জানালা, টিভি, ফ্রিজ, এসি এমনকি ছাদের পানির ট্যাংক পর্যন্ত পুরে যায়। আগুনের ভয়াবহতা দখে স্থানীয় লোকজন কেউ আগুন নেভাতে কাছে যেতে সাহস পায়নি।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে বলবো। এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো সুযোগ নেই। তারপরও কীভাবে আগুন লাগলো আমার বোধগম্য নয়।

এ বিষয়ে নাজিরপুর থানার অন্তর্ভুক্ত মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মনিরুজ্জামান সংবাদ প্রতিনিধিকে জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের ওসি স্যারকে অবগত করেছি। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মহিউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে আমরা খবর পেয়ে যোগাযোগ ব্যবস্থার দুরত্বের কারণে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে অবহিত করেছি। পরবর্তীতে খবর প্রদানকারী পুনরায় নিষেধ করলে আমরা কোনো ইউনিটই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাইনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০