• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলে কৃষক ইসরাফিল হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:০৯

নড়াইলে কৃষক ইসরাফিল হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় কৃষক ইসরাফিল মোল্যা হত্যা ঘটনায় জড়িতদেও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে স্থানীয়রা।

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকাবাসীর আয়োজনে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চাঁচুড়ি বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁচুড়িসহ পাশের কয়েক গ্রামের নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানবন্ধনে অংশ নেয়। চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নিহত কৃষক ইসরাফিল মোল্যার স্ত্রী রোজিনা বেগমসহ স্থানীয় অনেকে। এ সময় বক্তারা নিরিহ ক্ষেতমজুর ইসরাফিল মোল্যা হত্যা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত: এলাকার দু’পক্ষের মধ্যে ঘের নিয়ে বিরোধ চলছিল। ওই ঘেরে শ্রম বিক্রি করতে গিয়ে ক্ষেতমজুর ইসরাফিল মোল্যা প্রতিপক্ষের রোষানলে পড়ে ৪ ফেব্রুয়ারি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ২১ জনের নামে কালিয়া থানায় হত্যা মালা দায়ের করেন। এদের মধ্যে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের ৬ জন উচ্চআদালত থেকে জামিন লাভ করেছেন। অন্যরা পলাতক রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫