• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে ভূমিহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:০২:৫৫

ফকিরহাটে ভূমিহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট শুভদিয়া ইউনিয়নে ভূমিহীন পরিবারের হাতে পাকাঘরসহ জমির দলিল তুলে দেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শুভদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৩ ভূমিহীন পরিবারের কাছে তিনি জমির দলিল তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমির এ দলিল হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। উপকারভোগী প্রত্যেকটি পরিবার ২ শতক জমির সাথে ৫০০ বর্গ ফুটের একটি পাকা বাড়ি পাচ্ছেন। এই পাকা ঘরে ২টি বেডরুম, একটা কিচেন, একটা ইউটিলিটি রুম, একটি টয়েলেট এবং একটা বারান্দা রয়েছে।

ঘরসহ জমির দলিল পেয়ে শুভদিয়া গ্রামের জিয়ারুল গাজিসহ একাধিক সেবাগ্রহীতা জানান, বর্তমান সরকারের আমলে আমরা ভূমি ও গৃহহীন অবস্থা থেকে নিজের স্থায়ী ঠিকানা পেলাম। আমরা এখন থেকে সমৃদ্ধ ও স্মার্ট ফকিরহাট গড়ায় অংশগ্রহণ করবো।  

দলিল হস্তান্তর অনুষ্ঠানে শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।

ইউপি সদস্য প্রদিশ অধিকারীর উপস্থাপনায় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহসহ ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য, সংরক্ষিত সদস্য ও দলিল গ্রহীতাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫