বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় পুলিশের উপর বোমা নিক্ষেপকারী ৮ জে এমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড. আতিকুস সামাদ এ রায় প্রদান করেন। এ সময় সকল আসামি উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া এলাকায় জেএমবির অবস্থানের কথা জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অবস্থানরত একটি ঘরের মধ্য থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরবর্তীতে বাকি চারজনকে বিভিন্ন সময়ে অভিযানে আটক করা হয়। এদের মধ্যে দু’জন জামিনে থাকলেও রায়ের সময়ে তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আট বছর পর আদালতের শুনানি শেষে আসামিদের মধ্যে দু’জনকে তিন বছর, অপর দু’জনক দুই বছর এবং বাকি আসামিদের এক বছর করে কারাদণ্ড ও একজন বাদে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আটকদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে এপিপি মো. শহীদুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available