• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২, আহত ৭

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫৯:৫৮

সিলেটে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২, আহত ৭

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালক, গাড়ির যাত্রী ও ট্রাক্টরের চালকসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজ সংলগ্ন পুর্ণানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিলো। সিএনজিটি পুর্ণানগর এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

এ সময় ৯ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে ২ জন মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও জসিম উদ্দিন উপজেলার লেঙ্গড়া গ্রামের আরফান মিয়ার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০), রহমতুল্লাহ (৩০), রাধানগর এলাকার আব্দুল খালেক এর ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিবের ছেলে মারজান আহমদ (৩০)।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০