কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলায় শিক্ষকের কাছ থেকে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মো. ফারুক হোসেনের ঘরবাড়ি ও মো. রফিকুল ইসলামের দোকানপাট ভাঙচুর করছে দুর্বৃত্তরা। এসময় রফিকুল ইসলাম ও ফারুক হোসেনের কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ তাদের।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে সদরের হোলোখানা ইউনিয়নের লক্ষিকান্ত ঠগের হাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের সঙ্গে পাওনা টাকাকে কেন্দ্র লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ হোসেন ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। শুক্রবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শিক্ষকরা ভারাটে সন্ত্রাসী ডেকে রফিকুল ইসলামের দোকানপাট ও ফারুকের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন ফারুক হোসেন।
এ ঘটনায় মো. ফারুক হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দেন। পুলিশ আসার আগে রফিকুল ও ফারুকের বাড়ির আসবাবপত্র, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার ক্ষতি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমি জানি না। আমি নামাজে যাচ্ছি। যার সাথে এ ঘটনা তার সাথে (আজাদ মাস্টারের) সাথে কথা বলেন। এ বিষয়ে জানতে আজাদ হোসেনকে একাধিক বার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করে বলেন, আমি গত ৪ বছর আগে মিজানুর রহমান ও আজাদ স্যারকে চাকরির জন্য ১২ লাখ টাকা দেই। চাকরি তো নাই নাই, সেই টাকাও দিচ্ছেন না তারা। এ নিয়ে অনেক সালিশ হয়েছে। টাকার জন্য চাপ দিলে শুক্রবার তারা লোকজন দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। আমরা তাদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছি।
সদরের হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। ব্যাপক পরিমাণে ভাঙচুর হয়েছে। তবে কে-বা কারা করেছে আমার জানা নেই।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available