• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমাই পাহাড়ের বুকে বাইকারদের মিলনমেলা

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৫৫:৩৮

লালমাই পাহাড়ের বুকে বাইকারদের মিলনমেলা

কুমিল্লা প্রতিনিধি: ‘রাইড লং, রাইড সেইভ ’ স্লোগানকে সামনে রেখে বাইকারদের নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে মেগা ক্যাম্পিং ফেস্ট। এই ক্যাম্পিংয়ের আয়োজন করেছে ফিউরিয়াস মটোক্লাব কুমিল্লা (এফএমসি)। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাইক বিডি।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লার লালমাই পাহাড়ে গিয়ে দেখা যায়, শত শত তাঁবু বসানো আছে পাহাড়ের বুকে। সেখানে এসব বাইকারদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দিনভর মাঠে চলছে বাইকারদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাই পাহাড়ের পাদদেশে স্কাউট গ্রাউন্ডে এই মিলন মেলায় সারা দেশ থেকে প্রায় দেড় হাজার বাইকার অংশগ্রহণ করছেন।

আয়োজকরা জানিয়েছেন, এই ক্যাম্পেইনে দেশে ও বিদেশে মোটরসাইকেল নিয়ে ট্যুর করেছেন এমন বাইকাররা তাদের অভিজ্ঞতা ছড়িয়ে দিবেন। এছাড়া পেশাদার বাইকাররা নিরাপদে মোটরসাইকেল ভ্রমণ সম্পর্কে নানান পরামর্শ প্রদান করবেন।

সাইফুল ইসলাম নামে আয়োজক কমিটির এক সদস্য বলেন, কুমিল্লার এই উৎসবে সারাদেশের সুপরিচিত বাইকাররা প্রতিবছর একত্রিত হয়ে তাদের অভিজ্ঞতা আদান-প্রদান করেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুরসহ বিভিন্ন অঞ্চলের এক হাজার বাইকার এবার কুমিল্লায় এসেছেন। তারা দুই রাত তিন দিন লালমাই পাহাড়ের পাদদেশে ক্যাম্প করবেন।

সিলেট থেকে আসা রাশেদ উদ্দিন নামের এক বাইকার বলেন, ‘আমরা নিরাপদ সড়ক, নিরাপদ ভ্রমণসহ বিভিন্ন ইস্যুর আন্দোলনে আছি। প্রতি বছর আমাদের এই ক্যাম্পেইন হয়। আমরা নিয়ম মেনে মোটরসাইকেল চালানোর ব্যাপারে যুব সমাজকে উৎসাহিত করছি।’

চট্টগ্রাম থেকে আসা মামুন সরকার বলেন, ‘আমরা প্রতি বছর সারা দেশে বাইকারদের নিয়ে নানা আয়োজন করি। এখানে নানান জেলার মানুষ আসে। বাইকারদের জন্য এটি সুন্দর একটি আয়োজন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫