তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে আগুনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানের দোকানের কয়েকে লাখ টাকার কিটনাশকসহ একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার লালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে লালপুর বাজারের চায়ের দোকানী কাউছার আলী হাসান মেম্বারের দোকানের সামনের ট্যাপ কলে পানি নিতে গিয়ে দোকানে আগুন দেখতে পান। পরে তিনি তানোর ফায়ার সার্ভিস ও দোকান মালিক হাসান মেম্বারকে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় কিটনাশকসহ পুরো দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল ও একটি মোটরসাইকেল। এ সময় দোকান মালিক ইউপি সদস্য আবুল হাসান ঢাকায় অবস্থান করছিলেন।
এ ব্যাপারে হাসান মেম্বারের ভাই লালপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মোতাহারুল হাকিম বলেন, হাসান ভাই ঢাকায় গেছেন। আমি রাত ২টার দিকে এসে দোকান ঘরে ঠিকঠাক ভাবেই তালা মারা দেখেছি। ভোরে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর জানতে পেরেছি আগুনে দোকান ঘর পুড়েছে।
তিনি বলেন, দোকানের সাটারের একটি তালা ভাঙা হয়েছে এবং ওই তালা পুড়ে যাওয়া অবস্থায় দোকানের ভিতরে পড়েছিলো যা পুলিশকে দেয়া হয়েছে। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান তিনি।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, আমরা যখন যাই, তখন দোকানের সাটার খোলা অবস্থায় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলো। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে দোকানের মালিক আবুল হাসান বলেন, আমি বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছি। মোবাইল ফোনে আগুন দিয়ে দোকান পুড়িয়ে দেয়ার খবর পেয়েছি।
তিনি বলেন, ২০০৬ সাল থেকে লালপুর বাজারে কীটনাশকের ব্যবসা করছি। শত্রুপক্ষ পরিকল্পীতভাবে রাতে আমার দোকানে আগুন দিয়ে ১টি মটরসাইকেল, দোকানের বাকির বেশ কয়েকটি খাতাসহ প্রায় ১৫ লাখ টাকার কিটনাশক ও মালামাল পুড়ে ছাই হয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, দোকানে আগুনের খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available