মোঃ নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে চালিয়ে ১ লাখ ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গর্জনিয়ায়-কচ্ছপিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব বালু জব্দ করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি মহল গর্জনিয়া-কচ্ছপিয়ার পূর্ব জুমছড়ি, রাজঘাট এবং বড় জাংছড়ি খাল থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যায়।
রামু উপজেলা নির্বাহী ফাহমিদা মুস্তফা জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available