গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নাতনিকে বাচাঁতে গিয়ে বাস চাপায় ফরিদা ইয়াসমিন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ঘাতক বাসটিকে টঙ্গী কলেজগেট এলাকা থেকে আটক করে পুলিশে সপর্দ করে। এ ঘটনায় লোকমান (৪৫) নামে ওই বাসের হেলপারকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
নিহত ফরিদা ইয়াসমিন টঙ্গীর ভরান এলাকার আব্দুল ওয়াহাবের স্ত্রী। তিনি নাতনি আরশাকে নিয়ে গাজীপুর থেকে টঙ্গীর বাসার দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ফরিদা তার নাতনি শিশু সাফিরাকে নিয়ে মহাসড়ক পার হয়ে সড়েকের পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের দ্রুতগতির একটি বাস বেপরোয়াভাবে তাদের দিকে এগিয়ে এলে তিনি নাতনিকে সড়িয়ে দিয়ে বাসের চাকায় পিষ্ট হন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হেলপারসহ বাসটি আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available