কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে অবৈধ অনুপ্রবেশ করেছে গুলিবিদ্ধ এক নারীসহ ৫ রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনার জের ধরে প্রাণ বাঁচাতে মিয়ানমারের একটি মাছ ধরার নৌকায় করে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা।
১৭ ফেব্রুয়ারিশনিবার বিকেল ৪টার দিকে মিয়ানমারের মাছ শিকারে ব্যবহার হওয়া একটি ছোট নৌকায় করে নাফ নদী অতিক্রম করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে আসে এই রোহিঙ্গারা।
এ বিষয়ে টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, বিকেলে একটি ছোট নৌকায় করে মিয়ানমার থেকে আসা ৫ জন রোহিঙ্গা দ্বীপের জেটিঘাটে পৌঁছে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে যায়। শুনেছি, মিয়ানমার রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা চিকিৎসা সেবা নিতে এখানে এসেছে।
তবে এ বিষয়ে সীমান্ত প্রহরী টেকনাফ বর্ডার গার্ডের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেটিঘাটের ঝুপড়ি দোকানদার মো. সেলিম জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা আছে।
জেলে মো. ইউনুছ বলেন, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপে সীমান্তের ওপার মিয়ানমার থেকে একটি ছোট নৌকা নিয়ে ৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ এপারে প্রবেশ করেছে। নৌকায় থাকা ৫ জনের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ ছিল। গুলিবিদ্ধ নারীসহ অন্যদের চিকিৎসার জন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি জানান, শুনেছি একটি নৌকা যোগে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা শাহপরী দ্বীপের উপকূলে প্রবেশ করেছে। তাদের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ। তারা সবাই বিজিবির হেফাজতে আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available