চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি রোববার প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
বিশেষ অতিথি ছিলেন বারঘরিয়া মেস মালিক সমিতির সভাপতি আলহাজ মো. আল-আমিন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
মো. আব্দুল কাদের জিলানী ইন্সট্রাক্টর (নন-টেক)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফিদা রহমান (ইলেকট্রিক), আব্দুল মালেক চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি, দূর্গা চরন রায় চিফ ইন্সট্রাক্টর (নন-টেক), আজিজুর রহমান ইন্সট্রাক্টর (নন-টেক), মো. ওহিদুল ইসলাম চিফ ইন্সট্রাক্টর (নন-টেক), ড. মো. আরিফুল আলম চিফ ইন্সট্রাক্টর (টেক) ফুড, দীপ্ত সুন্দর বাছাড় জুনিয়র ইন্সট্রাক্টর (নন-টেক) পদার্থ ও নিরাপত্তা কর্মকর্তাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ. জে. এম মাসুদুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণ, নিবেদিত প্রাণ ও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ারও আহ্বান জানান। পরে সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available