কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রয়োজনের সময় দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। এর বাইরেও আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে আসছি। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায়ও আমরা কাজ করে থাকি।’
১৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় সেনাবাহিনী প্রধান বে ওয়াচ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।
এর আগে সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’-এর বর্ধিতাংশের উদ্বোধন করেন সেনাপ্রধান।
এসময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার কমান্ডারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available