নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে স্ত্রীকে কুপিয়ে ও জবাই করে হত্যার ৪ ঘণ্টার মধ্যেই সাবেক স্বামী রওশন মিয়াকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। একই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। নিহত রুনা বেগম (৪৫) শহরের বেপারীপাড়া এলাকার করিম মিয়ার মেয়ে।
১৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ জানান, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাত আটটার দিকে নিহত রুনার সাবেক স্বামী রওশন মিয়া রুনাকে সদরের হাজিপুর চকপাড়া এলাকায় তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে হত্যায় অভিযুক্ত রওশন মিয়া নৌকাযোগে ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালানোর সময় মেঘনা নদীর বেঙ্গল ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জবানবন্দীতে রওশন তার সাবেক স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন। হত্যার ঘটনায় নিহতের ভাই সাহাউদ্দিন সাবেক স্বামী রওশন মিয়াকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
একই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহাম্মেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে শনিবার রাত আটটার দিকে নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে স্ত্রী রুনা বেগম (৪৫) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেন সাবেক এই স্বামী। হত্যার পর বাড়িতে লাশ ফেলে রেখে প্রকাশ্যে পালিয়ে যান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available