নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারে রাতারাতি সরকারি জমি দখল করে দোকান তুলেছিলেন সুজন নামের এক মাংস বিক্রেতা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে অভিযান চালায় উপজেলা প্রশাসন৷
১৮ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ৩টার দিকে বান্দুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম৷
এসময় মাংস বিক্রেতা সুজনের নেতৃত্বে রাতারাতি সরকারি জমিতে অবৈধভাবে টং দোকান নির্মাণের সত্যতা মিললে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়৷
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দখলমুক্ত ১নং খাস খতিয়ানে ৩৯নং দাগের তিন একর জায়গার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা ৷
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম এশিয়ান টিভি অনলাইনকে জানান, ‘অবৈধভাবে স্থাপনা তুলে জমি দখলের বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে সরকারি জমি দখল করে দোকানপাট তুলার কোনো সুযোগ নেই। নবাবগঞ্জে এমন অভিযান চলমান থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available