• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরায় র‌্যাব সদস্যকে মেরে আসামি ছিনতাই

১৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩০:৪৬

রায়পুরায় র‌্যাব সদস্যকে মেরে আসামি ছিনতাই

র‌্যাব সদস্য ইমরান হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হয়। ইনসেটে আহত ইমরান হোসেন। ছবি: এশিয়ান টিভি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা চালিয়ে ইমরান হোসেন (৩৫) নামে র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে আহত করে আসামি ছিনতাই ও মাদকের ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি রোববার বিকেল তিনটা পর্যন্ত এ ঘটনায় কোনো আসামি গ্রেফতার হয়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান। এর আগে গত বৃহস্পতিবার র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) এফএম ইমতিয়াজ আলী বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামে গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার উত্তরার র‌্যাব-১-এর একটি অভিযানিক দল। অভিযান চলাকালীন সময়ে ইউনুস আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউনুস আলীকে নিয়ে আসার সময় তার সহযোগীরা র‌্যাব জেনেও ডাকাত বলে চিৎকার দিলে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জন লোক আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল, কাঠ ও বাঁশের লাঠিসোঠা এবং ইট-পাটকেল নিয়ে র‌্যাবের ওপর হামলা করে গ্রেফতার হওয়া আসামি ইউনুস আলীকে ছিনিয়ে নেয়। এ সময় তাদের প্রতিহতের চেষ্টা করলে হামলাকারীদের মধ্যে একজন র‌্যাব-১-এর কনস্টেবল ইমরান হাসানকে গুলি করে। এ সময় তার ডান হাতের তিনটি আঙুলে গুলিবিদ্ধ হয়ে বেশির ভাগ অংশ স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় র‌্যাবের আরও ৩ সদস্য গুরুতর আহত হন। আহত কনস্টেবল ইমরান হোসেনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

পরে র‌্যাব-১ এর সদস্যরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষ, র‌্যাব-১১ ও রায়পুরা থানায় অবগত করলে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সাপোর্টিং টহলসহ র‌্যাবের অভিযানিক দলের অবরুদ্ধ বাকি সদস্যদের উদ্ধার করে।

মামলার বাদী র‌্যাব-১-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) এফএম ইমতিয়াজ আলীর কাছে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথমে অপরাগতা প্রকাশ করেন এবং পরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। তবে অভিযান চলমান রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫