• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে বিষ প্রয়োগ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:৩২

দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে বিষ প্রয়োগ

পঞ্চগড় প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে বিষ প্রয়োগের মাধ্যমে নাশকতার চেষ্টা করেছে অজ্ঞাত দুস্কৃতকারীরা। ১৮ ফেব্রুয়ারি রোববার ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের ৫৬ নং মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বিদ্যালয়ে প্রায় ৩০০ শত কমলমতি ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের ক্ষতির উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

জানা গেছে, ৫৬ নং মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ চেপে পানি উঠানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্র আনন্দ রায় পানিতে ফেনা আর দুর্গন্ধ অনুভব করে। বিষয়টি প্রধান শিক্ষকে জানানো পর শিক্ষকরা দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, খবর পাওয়া মাত্রই আমারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত জব্দ করেছি। এবিষয়ে আমাদের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক রওশন আক্তার উপজেলা নিবার্হী অফিসারের সাহায্য প্রার্থনা করেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ শরীফুল আলম বলেন, বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে কমিটির প্রধান করা হয়েছে।

উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সচেতন হওয়ার কথা জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০