উত্তম কুমার, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জ সরকারের নীতিমালা তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। বাকেরগঞ্জে শতাধিক ইটভাটা থাকলেও অধিকাংশ ইটভাটায় নেই বৈধ কাগজপত্র। আইন অমান্য করে চলছে অনুমোদনহীন ইটভাটা।
এসব ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন গাছের হাজার হাজার মণ কাঠ। এতে ধ্বংস হচ্ছে বনভূমি। পাশাপাশি বছরকে বছর ব্যবহার করা হচ্ছে অল্প উচ্চতর টিনের চিমনি।
বন্দর ও শহর কেন্দ্রিক গড়ে ওঠা এসব ইটভাটাগুলো স্কুল, মসজিদ, মন্দির কিংবা বসতবাড়ি কোন কিছুই তোয়াক্কা করা হচ্ছে না। ধোয়া ও ধুলাবালিতে অন্ধকার হয়ে যাচ্ছে এলাকা। এই সকল ইটভাটা দূরত্ব মেনে না হওয়ায় এলাকাবাসী ও ছাত্রীদের শ্বাসকষ্টসহ না রোগ দেখা দিচ্ছে।
ইট তৈরীর কাঁচামাল যোগান দিতে কেটে নেয়া হচ্ছে সরকারি খাস জমি, সিকস্তি জমি এমনকি ফসলি জমির মাটি। উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। সব মিলিয়ে পরিবেশ বিপর্যয়ে পাশাপাশি এসব অবৈধ ইটভাটার কারণে হুমকির মুখে মানবস্বাস্থ্য।
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের তথ্যমতে, শতাধিক ইট ভাটা থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা জেলা প্রশাসনের অনুমোদন পত্র নেই অনেকেরই। তারপরও নিরব ভূমিকায় কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কিছু ব্যবহার করলে ও সরকারি খাসজমি দখল করে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available