নীলফামারী প্রতিনিধি: ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় কিশোরগঞ্জ থানা চত্তরে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. গোলাম সবুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত।
পুলিশ সুপার মো. গোলাম সবুর বক্তব্যে বলেন, কিশোরগঞ্জসহ গোটা জেলায় মাদক জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স থাকবে। যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে। মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি, ধর্ষণসহ অনলাইন জুয়াড়ী সাবধান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সৈয়দপুর) কল্লোল কুমার দত্ত বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা আজ অনলাইন জুয়ার প্রতি আসক্ত হচ্ছে। তাদের দিকে সজাগ দৃষ্টি দিতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হলে সচেতন মানুষদের সজাগ থাকতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available