নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমন্টে ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্যোগে ‘হস্তশিল্প প্রশিক্ষণ’ কার্যক্রম শেষ হয়েছে। অনুষ্ঠান শেষে ৫০ জন অংশগ্রহণকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটির নেতৃবৃন্দ। জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত সিসিডিবি কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রাশিদা আক্তার।
সিসিডিবি’র কো-অর্ডিনেটর তোফায়েল আলম খানের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব জর্জ, সিএইচপি বিডি’র সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ও ফখর উদ্দিন আহমেদ এতে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মকর্তা রিচার্ড সিংহের সঞ্চালনায় প্রশিক্ষনার্থী অলকা রানী ও সিসিডিবি’র হিসাব রক্ষণ কর্মকর্তা থিওফিল রিসিল বক্তব্য দেন এতে। অনুষ্ঠানে প্রশিক্ষণ নেয়া ৫০ জন অংশগ্রহণকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিসিডিবি’র কো-অর্ডিনেটর তোফায়েল আলম খান জানান, হতদরিদ্র ও অদক্ষ নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রডাক্ট বিডি লিমিটেডে (সিএইচপি) চাকুরির ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে প্রশিক্ষণ শুরু করে সিসিডিবি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এ পর্যন্ত ১১০১ জন চাকুরি পেয়েছে সিএইপিতে। তাদের সফলতা দেখে এখন অনেকেই প্রশিক্ষণ নিতে আগ্রহী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available