• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

২০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২৯:০৪

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পেশাগতদায়িত্ব পালনকালে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেলের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ মানববন্ধনে জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর যে হামলা চালানো হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা। এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীতে এই ধরনের অপকর্ম আর কেউ ঘটাতে না পারে।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, সাহাজুল ইসলাম সাজু, সাংবাদিক লিটন মাহমুদ, এ সিদ্দিকী শাহীন, তোফায়েল আহমেদ, আবু সাঈদ, আক্তার হোসেন, রাকিবুল ইসলাম কবি, মাসুদ রানা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়। ঘটনাস্থলে দুর্ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করার সময় উচ্ছৃঙ্খল কিছু মানুষ সাংবাদিক রাশেদুজ্জামানের উপর বর্বোরোচিত হামলা চালায়। তাকে বাঁচাতে সাংবাদিক পাভেল ছুটে গেলে তিনিও হামলার শিকার হন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০