রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প -এর আওতায় ‘বিনা’ উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালীন বিনাধান-২৫ এর রোগ বালাই ও পোকামাকড় দমন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপ-কেন্দ্র জামালপুরের আয়োজনে চর রাজিবপুর উপজেলা কৃষি অফিস অডিটরিয়াম রুমে কৃষক প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী কর্মশালাটি উদ্বোধন করেন বিনা'র মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মো.শহিদুল ইসলাম ,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা ময়মনসিংহ ড. সাকিনা খানম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা ময়মনসিংহ ড. মো. কামরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা ময়মনসিংহ কৃষিবিদ মো:কাইয়ুম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা, রৌমারী কুড়িগ্রাম, কৃষিবিদ মো. রতন মিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, চররাজিবপুর, কুড়িগ্রাম।
কৃষক প্রশিক্ষণটি সঞ্চালনা করেন বিনা জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available