• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৩৬:৩৯

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মেসার্স রূপালী বেকারি ও হাজী ফুড প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠানকে সর্ব মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টর মো. নাজমুস সায়াদত।

জানা যায়, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পৌর সদরের দুইটি খাদ্য উৎপাদন মুখী প্রতিষ্ঠান বেকারিকে এ জরিমানা করা হয়।  মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিতরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ প্রদানের ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট, কেক ও অন্যান্য খাদ্য দ্রব্য উৎপাদন শেষে মোড়ক জাত করে বিক্রয় করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. রফিক আজাদ, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার কামরুল ইসলাম আকন্দ, কটিয়াদী মডেল থানার এস আই মো. মোহসীন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা জানান, ওজন পরিমাণ মানদণ্ড আইন ২০১৮এর ২৪(১)ও ২৪(৭) ধারায় ৪১ ধারার অপরাধে মেসার্স রূপালী বেকারিকে নগদ ২০ হাজার টাকা এবং হাজী ফুড প্রোডাক্টসকে নগদ ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে খাদ্য ভেজাল রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫