রংপুর ব্যুরো: রংপুর মহানগরীতে একটি ভাড়া ফ্লাট বাসায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
১৯ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ২ টার দিকে রংপুর মহানগরীর সরদারপাড়া মহল্লায় মোফাখলারুল ইসলামের বাড়ি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ওসি মোনতাছের বিল্লাহ বলেন, রংপুর মহানগরীর বিভিন্ন মহল্লায় ফ্লাট বাসা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল প্রায়ই এমন অভিযোগ আসতেছিল। বিষয়টি আমলে নিয়ে আমরা অনুসন্ধানে রেখে ছিলাম। সোমবার দিবাগত রাত ২ টার দিকে এ ধরনের একটি খবর পেয়ে নগরীর সরদারপাড়া মহল্লায় অভিযান চালাই।
তিনি বলেন, সেখানে মোফাখলারুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে বীনা রাণী নামের এক নারী অসামাজিক ব্যবসা করে আসছিলেন। অভিযান চালিয়ে ভাড়াটিয়া বীনা রাণীর ফ্লাট থেকে ৩ জনকে গ্রেফতার করি।
গ্রেফতার ব্যক্তিরা হলো- নীলফামারীর চাঁদখানা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের (বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নেয়ায় বহিস্কৃত) সভাপতি আব্দুল বারেক, যশোরের বিপাশা খাতুন এবং দিনাজপুরের সাদিয়া আকতার।
তাদের নামে মামলা রুজু করে মঙ্গলবার বিকেলে আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available