সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: ভাষা আন্দোলনের ৭২ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত নোয়াখালীর সেনবাগ উপজেলার ২১টি মাদরাসা ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে এখনো গড়ে ওঠেনি শহীদ মিনার।
ভাষার জন্য ১৯৫২ সালে শহীদ হন আবুল বরকত ,রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমান,আবদুস সালাম, আবদুল জব্বার প্রমুখ। ভাষা দিবস দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক অঙ্গণে স্বীকৃতি অর্জন করলেও নিজ দেশে উপেক্ষিত তারা।
প্রতিবছর ২১ ফ্রেব্রুয়ারি এলে প্রাথমিক,মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষাথীরা প্রভাত ফেরী করে ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। কিন্তু সেনবাগ উপজেলার ২১ মাদরাসা, ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি ম্ধ্যামিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। বিশেষ করে উপজেলার ২১ মাদরাসায় শহীদ মিনার না থাকায় শিক্ষাথীরা জানতে পারছে না ভাষা দিবস ও ভাষা শহীদের সঠিক ইতিহাস।
এ বিষয়ে যোগাযোগ করলে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্বাস আলী উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫টিতে শহীদ মিনার না থাকার বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফা হোসেন সেনবাগের ২৮ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৫টিতে শহীদ মিনার নেই বলে নিশ্চিত করেন।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ জানান, যেসব স্কুল, মাদরাসায় শহীদ মিনার নেই সেগুলিতে আগামীতে শিক্ষা কমিটির মাধ্যমে শহীদ মিনার নির্মাণের প্রদক্ষেপ নিবেন বলে নিশ্চিত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available