• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাতীয় স্কুল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন শেরপুর ভিক্টোরিয়া একাডেমি

২০ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭:৪৬

জাতীয় স্কুল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন শেরপুর ভিক্টোরিয়া একাডেমি

শেরপুর প্রতিনিধি: শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সরকারি ভিক্টোরিয়া একাডেমি। এনিয়ে পর পর দুইবারসহ সপ্তমবারের মতো জেলা চ্যাম্পিয়ন হলো ভিক্টোরিয়া একাডেমি দলটি।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমির ক্ষুদে ক্রিকেটাররা ১৪৬ রানের বিশাল ব্যবধানে আইডিয়াল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুলকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

নির্ধারিত ৫০ ওভারের ফাইনাল খেলায় সকালে টস জিতে ব্যাটিং করে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ১ ওভার ৫ বল বাকি থাকতে ২২২ রানে অলআউট হয়। দলের পক্ষে ফোর্থ ডাউনে নেমে মিডল অর্ডার ব্যাটার সাদ মারমার কাটকাট ব্যাটিং করে ৫২ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭৪ রান করেন।এছাড়া ব্যাটার সাজিদ ৩০ রান ও জিসান ২৬ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ২৭ রান।

আইডিয়ালের পক্ষে কোন বোলারই তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। তার মধ্যেও স্পিনার আলামিন, জাকির ও সজীব ৩টি করে উইকেট দখলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার ওপেনিং বোলার রাকিব ও লামের তোপের মুখে আইডিয়াল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুল ২৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয়। এতে ১৪৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ানরা।

ভিক্টোরিয়ার ফাস্ট বোলার ৮ দশমকি ৩ ওভার বল করে ১৬ রানে প্রতিপক্ষের ৫ উইকেট দখলে নিয়ে ম্যাচ বল পুরষ্কার লাভ করেন। ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরি করায় ভিক্টোরিয়ার ব্যাটার সাদকে নগদ ৫০০ টাকা পুরষ্কার প্রদান করেন সাবেক ছাত্র মোকাদ্দেস হোসেন।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্মারক হস্তান্তর করেন আম্পায়ার সাইফ হোসেন শোভন।

এসময় বিসিবির সহকারী কোচ রাফিউল ইসলাম রুমেল, জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতাহারুল শরাফ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হাকিম বাবুল এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫