মো. নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে সড়ক ডাকাতি ও অপহরণ মামলায় অভিযুক্ত শীর্ষ ডাকাত কলিম উল্লাহসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো- রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিশ্যা ঘোনা এলাকার নুরুল হকের ছেলে কলিম উল্লাহ প্রকাশ কলিম ডাকাত, কোদালিয়া কাটার আবদুল জলিলের ছেলে অস্ত্র কারিগর নুরুল আজিম এবং একই এলাকার আলী হোসেনের ছেলে বশির আহমদ।
১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় পানিশ্যা ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, রামু থানা পুলিশের সহযোগিতায় ডাকাতি ও অপহরণ মামলায় অভিযুক্ত ৩ ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতরা পেশাদার ডাকাত ও অপহরণকারী। তারা দীর্ঘদিন ধরে ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
আটকদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে দীর্ঘদিন পর হলেও সড়ক ডাকাতি এবং অপহরণ বাণিজ্য জড়িতদের আটক করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available