সিলেট প্রতিনিধি: সিলেটে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে অমর একুশের ভাষা শহীদদের। যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি। সেই মহান শহীদদের শ্রদ্ধা জানাতে রাতের প্রথম প্রহরে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল সর্বস্তরের মানুষের ঢল।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে সম্মান প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে সিলেটের মানুষ।
২১ ফেব্রুয়ারি বুধবার প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধার পুষ্পাঞ্জলিতে ভরে উঠবে শহীদ বেদি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাকে ভোলেনি বাংলার মানুষ।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রশাসনের বিভিন্ন দফতর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে।
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। এরপর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, ডিআইজি, সিলেট রেঞ্জ শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসানসহ অন্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available