নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি বুধবার অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এসময় শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক গোলাম মওলা। এরপর শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রেসক্লাব, ইউনাইডেট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানান স্থানীয় জনসাধারণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available