টাঙ্গাইল প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও ভাষাশহীদ স্মরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি কিডনি ও চক্ষু ক্যাম্প।
২১ ফেব্রুয়ারি বুধবার সখিপুরের হাতীবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এই চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
ক্যাম্পে সখিপুর ছাড়া আশপাশের উপজেলার প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় ৩০০ রোগীকে চোখের ছানি অস্ত্রোপচার ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করেছে আয়োজকরা।
দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা উপলক্ষে সেখানে ‘সুস্বাস্থ্যেও চাবিকাঠি-সুস্থ জীবনধারা’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পসের সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ সামাদ বলেন, ‘দেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু হচ্ছে। সাধারণত ৭৫ শতাংশ কিডনি নষ্টের আগে রোগীরা বিষয়টি বুঝতেই পারেন না।’
অধ্যাপক ডা. এমএ সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আওলাদ হোসেন ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুমন।
এছাড়াও অনুষ্ঠানে সখিপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারিসুল হকসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রায় দেড়যুগ ধরে হাতীবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদ স্মরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে আসছে। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজনও করে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available