বাগেরহাট প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি বুধবার এ দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপির নের্তৃত্বে প্রভাতফেরি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়।
এসময় আশপাশের স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর আগে, একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল , সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আজিজুল ইসলাম, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রারাফিল হাওলাদার, সুন্দরবন ইউনিয়নের ইউপি মেম্বার ও যুবলীগের সভাপতি খান আহাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই।
এ ছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মোংলা প্রেস ক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ।
এ দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার চত্বর ও মোংলা পোর্ট পৌরসভায় নেওয়া হয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available