নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: নানান আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা জেলার লাঙ্গলকোটে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এদিন প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ প্রশাসন ।
২১ ফেব্রুয়ারি বুধবার সকালে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন পূর্কক এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি "বাজানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসমাঈল হোসেন, সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ আশরাফুল হক, থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু (এআইপি), উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক রফিকুল হোসেন।
এছাড়াও, সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, পৌরসভার মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available