মোঃ মোরশেদ আলম, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কাশিমপুরে খেলতে গিয়ে নিখোঁজের ১১ ঘন্টা পর খালিদ সাইফুল্লাহ্ নামে (৬) এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণের অভিযোগে জাহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জাহিদুল রংপুর জেলার পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং কাশিমপুর মেট্রো থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকার আমিরের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ জানায়, ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকেল চারটা সময় ওই শিশু বাসা থেকে বের হয়ে মোমেনা স্কুলের সামনের রাস্তায় খেলতে যায়। খেলতে যাওয়ার পর থেকেই শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি ওই শিশুর বাবা রাজু আহমেদকে ফোন করে জানায় তার ছেলেকে পেতে হলে দুই লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। খালিদ সাইফুল্লাহর বাবা তাৎক্ষণিক কাশিমপুর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ওই শিশুকে উদ্ধার অভিযানে নামে।
কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশের কয়েকটি চৌকস টিম তাৎক্ষণিক তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন রোড ব্লকসহ স্পেশাল ড্রাইভ পরিচালনা করে ওই রাতেই সাড়ে তিনটা সময় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকা থেকে অপহরণ যাওয়া শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত যুবককে গ্রেফতার করে।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেন জানান ওই পুলিশ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available