নিজস্ব প্রতিবেদক : তুরস্কে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে বৃহত্তম মানবিক সংকটে তাদের পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলার স্বেচ্চাসেবী সংগঠন মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন। নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জ্যাকেট, প্যান্ট, সেনেটারি ন্যাপকিন, ডায়াপার ও শুকনো খাবার দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে এ মানবিক সংগঠনটি।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকায় তুর্কি দূতাবাসে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মেহেদি হাসান রাজিম, মো: আনিস মাহমুদ, সার্জেন্ট মাইনুদ্দিন, কামরুজ্জামান মিলন, রুবেল তালুকদার, তারেক শিকদার ও সভাপতি তানভীর রানা।
সংগঠন সংশ্লিষ্টরা বলেন, ফাউন্ডেশনের কার্যক্রম দেশের মধ্যে থাকলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানবিক সংকট তুরস্কে ভূমিকম্পে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ তুর্কি ভাই ও বোনদের ভালবাসা।
এরআগে তুরস্কের স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প সংগঠিত হয়। এরপর আরেক দফা ভুমিকম্প হয় সেখানে। ইতিহাসের এই শক্তিশালী এই ভুমিকম্পে ধংসস্তুপে পরিণত হয়েছে কয়েকটি শহর। ইতোমধ্যে হাজার হাজার মানুষের মরদেহ হয়েছে। লক্ষাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available