ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে ময়মনসিংহের ভালুকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় প্রভাত ফেরি, দুপুরে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা পরিষদ, অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের নেতৃত্বে ভালুকা মডেল থানা, গোলাম মোস্তফার নেতৃত্বে ভালুকা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অ্যাড. শওকত আলী, আলহাজ গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।
এছাড়াও সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available