তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে গরু ও আলু ব্যবসায়ী আওয়ামী লীগ কর্মী জিয়ারুল ইসলাম(৩৬)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে, উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) বিলশহর গ্রামে।
২১ ফেব্রুয়ারি বুধবার সকালে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বাড়ি তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে। জিয়ারুল ইসলাম বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের ছেলে।
এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী সুমি নামের এক নারীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জিয়ারুল ইসলাম ভাষা শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বিলশহর গ্রামে তাকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে তার শ্বশুর বাড়ির সামনে ফেলে রাখে দুর্বৃত্তরা।
ভোর রাতের দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তানোর পৌর এলাকার আমশো মোড়ের দুলাল কসাইয়ের সাথে গোশতের ব্যবসা ও পাশাপাশি নিজে আলুর ব্যবসা করতেন। এলাকায় জিয়ারুল ইসলামের তেমন শত্রু ছিল না। তবে এলাকাবাসী ধারণা, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বা কসাই দুলালের সাথে ইউপি সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী সুমির পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে গোদাগাড়ী সহকারী (সার্কেল) এএসপি মোহাম্মদ সোহেল রানা জানান, পূর্বশত্রুতার জের ধরে অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এখনো হত্যাকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available