• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলায় বাবাকে মৃত্যু দেখিয়ে সম্পদ আত্মসাতের ঘটনা কতটা সত্যি?

২২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৩:২১

ভোলায় বাবাকে মৃত্যু দেখিয়ে সম্পদ আত্মসাতের ঘটনা কতটা সত্যি?

ভোলা (সদর) প্রতিনিধি: বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদ কাজীকে মৃত দেখিয়ে তার সকল সম্পদ আত্মসাৎ করেছে তারই বড় ছেলে লুৎফুর রহমান কাজী । এমন ঘটনায় বাঁধভাঙ্গা অশ্রুঝরা কান্না করতে দেখা গেছে গণমাধ্যমে প্রকাশ হওয়া ভুক্তভোগী তোফায়েল আহমেদ কাজীকে।

এখন বিষয় হচ্ছে যদি ঘটনাটি এমন হয় তাহলে এর চেয়ে জঘন্যতম কাজ আর হতে পারে না। উক্ত বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে একই রকম বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী তোফায়েল আহমেদ কাজী। তিনি বলেন ভুলবাল বুঝিয়ে বিশ্বাস স্থাপন করে গত বেশ কয়েক বছর আগে তিনি মারা গেছেন এমন কাগজপত্র উপস্থাপন করে তার সকল সম্পদ আত্মসাৎ করেছেন তার ছেলে লুৎফুর রহমান কাজী ।

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী হিসেব নিকেশ ছারাই অপরাধী বনে গেলেন অভিযুক্ত লুৎফর রহমান কাজী। তবে এ নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি একটি বিএস বিএস রেকর্ড নিয়ে বলেন, তিনি এমন কাজ করেননি বরং তার বাবার ২৫.৭১ শতাংশ জমি তার বাবার নামেই রেকর্ড করে দিয়েছেন যার প্রমাণও দেন তিনি ।

এবার ঘটনার সত্যতা নিশ্চিত করতে কথা হয় উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুরের সাথে । তবে তিনি জোর গলায় বলেন এখন পর্যন্ত এমন কোনো ওয়ারিশ সার্টিফিকেট নেয়নি অভিযুক্ত লুৎফর রহমান এবং সেই সাথে কোথাও কাগজপত্র লেখা হয়নি যে তোফায়েল আহমেদ কাজী মৃত।

অন্যদিকে অভিযুক্ত লুৎফুর রহমান কাজীর বিএস রেকর্ডে এখনো জীবিত তোফায়েল আহমেদ কাজী । পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তোফায়েল আহমেদ কাজী তার বড় ছেলে লুৎফুর রহমান কাজীর বিরুদ্ধে বিগত দিনে দুইটি মামলা দায়ের করেছেন। আর এমন কোন কাগজপত্র নেই যেখানে তোফায়েল আহমেদকে মৃত দেখিয়েছেন অভিযুক্ত লুৎফুর রহমান । তবে কি এটি একটি পরিকল্পনা, নাকি লুৎফুর রহমানকে হেনস্থা করার জন্য এমন কার্য পরিচালনা করছে কুচক্রী মহল সেটি এখন মুখ্য বিষয়।

জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, এমন ঘটনায় বিস্মিত জেলা প্রশাসন। ঘটনায় সচ্ছ তদন্ত চলমান রয়েছে। ঘটনা যদি প্রমাণিত হয় সেখানে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার পাশাপাশি মিথ্যে ঘটনার ক্ষেত্রেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলার প্রধান কর্মকর্তার ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০