মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৪-২৫) নির্বাচন শুরু হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৪শ ১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবারের ভোটে।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করছেন ২৫ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. ভুপতি রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কমিশনার হলেন অ্যাড. অঞ্জন কুমার সুত্রধর, অ্যাড. আব্দুল মুমিত চৌধুরী, অ্যাড. অম্লান দেব রাজু।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অ্যাডভোকেট মো. কামরেল আহমেদ চৌধুরী ও অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন চৌধুরী। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন, অ্যাডভোকেট দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত ও অ্যাড মো. আব্দুল মতিন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অ্যাড. কৃপাসিন্ধু দাশ, অ্যাড. মো. জয়নুল হক, অ্যাড. মো. জাহেদুল ইসলাম, অ্যাড. মো. মাহবুবুল আলম ও অ্যাড. মো. নুরুল ইসলাম।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অ্যাড. হাফিজ আব্দুল আলিম, অ্যাড. নজরুল ইসলাম -১, অ্যাড. সৈয়দ সিরাজুল ইসলাম ও অ্যাড. দানিয়েল আহমদ । পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছে অ্যাড. মো. মনজুরুল মাহবুব আলম ও অ্যাড. জাহেদুল হক।
এছাড়াও জুনিয়র সদস্য পদে অ্যাড. মো. মাসুদ আলী, অ্যাড. মিলন কুমার সিনহা, অ্যাড. মো. আব্দুল মতিন-২, ফজলে এলাহী, অ্যাড. মো. বুলবুল আহমদ, অ্যাড, মো. ছানোয়ার হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সম্পাদক পদে অ্যাড. সুপ্তা দাশ গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. ইমরান মিয়া লস্কর, সিনিয়র সদস্য পদে অ্যাড. মো. শেখ হাবিবুর রহমান ও অ্যাড. মামুনুর রশীদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available