মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্বল ও সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে মানিকগঞ্জে এনপিআই (এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ) ‘স্থানীয় পর্যায়ে সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি ও স্বয়ংক্রিয় মেশিন দক্ষতার সাথে ব্যাবহার করে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্প শুরু হয়েছে।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউএনডিপির বাস্তবায়নে প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে (এনপিআই) প্রকল্পটির কার্যক্রম শুরুর অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনপিআই এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন এনপিআইইউবি এর রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র শিকদার, ইউএনডিপি এর প্রতিনিধি নাদিম হোসেন, ইউএনডিপি এর ট্রেইনার মো. নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে পদ্মা উৎপাদনমূখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই কর্মসূচিতে ৪০ জন নারীর দক্ষতা উন্নয়ন ও সাবলম্বী করার লক্ষ্যে জরুরি সময়ে পিপিই উৎপাদন ও বস্র তৈরি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available