হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং হোক আমাদের প্রত্যাশা’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৭তম জম্মবার্ষিকী ও বিপি দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার।
এছাড়াও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক কাওছার আলী আহম্মেদ, স্কাউটস কমিশনার মো. নওশাদ আলী, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক টুকু, কাওসার পারভীনসহ বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার উপস্থিত ছিলেন। অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন উপজেলা কাব স্কাউট লিডার মো. মহিদুল ইসলাম।
আজকের এই দিবসটি উদযাপনের জন্য প্রথমে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available