• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৪৯

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ। ২২ ফেব্রুয়ারি তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন।    

পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই মো. মেহেদী হাসান, এএসআই মো. হারুন অর রশিদ, এএসআই মো. এমরান ভুইয়া, এএসআই মো. নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সাকিনে আমানগন্ডা তাকিয়া আমগাছ কবরস্থানে অবস্থান করে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্নে ১ জন ব্যক্তি মোটরসাইকেলসহ গাড়ির জন্য অপেক্ষা করতেছে। অপর ২ জন ব্যক্তি আমানগন্ডা তাকিয়া আমগাছ কবরস্থানের পাশে গাঁজার বস্তাসহ লুকিয়ে আছে।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ একজন আসামিকে গ্রেফতার করে। এর পর অপর ২ জন ব্যক্তি কবরস্থানের পাশে ৩টি বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করেন। এ সময় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো- সালেক মিয়ার ছেলে মো. বিজয় (১৮), আব্দুল মতিনের ছেলে মো. ছালাউদ্দিন (২৪), মো. মজিদ আলীর ছেলে মো. সাদেক মিয়া (২০)। আসামিরা কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার বাসিন্দ।

গ্রেফতার আসামি মো. ছালাউদ্দিন ও মো. সাদেক মিয়ার বিরুদ্ধে পূর্বের কয়েকটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় তাদের বিরুদ্ধে নতুন মামলা রুজু করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫