চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ। ২২ ফেব্রুয়ারি তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন।
পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই মো. মেহেদী হাসান, এএসআই মো. হারুন অর রশিদ, এএসআই মো. এমরান ভুইয়া, এএসআই মো. নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সাকিনে আমানগন্ডা তাকিয়া আমগাছ কবরস্থানে অবস্থান করে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্নে ১ জন ব্যক্তি মোটরসাইকেলসহ গাড়ির জন্য অপেক্ষা করতেছে। অপর ২ জন ব্যক্তি আমানগন্ডা তাকিয়া আমগাছ কবরস্থানের পাশে গাঁজার বস্তাসহ লুকিয়ে আছে।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ একজন আসামিকে গ্রেফতার করে। এর পর অপর ২ জন ব্যক্তি কবরস্থানের পাশে ৩টি বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করেন। এ সময় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিরা হলো- সালেক মিয়ার ছেলে মো. বিজয় (১৮), আব্দুল মতিনের ছেলে মো. ছালাউদ্দিন (২৪), মো. মজিদ আলীর ছেলে মো. সাদেক মিয়া (২০)। আসামিরা কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার বাসিন্দ।
গ্রেফতার আসামি মো. ছালাউদ্দিন ও মো. সাদেক মিয়ার বিরুদ্ধে পূর্বের কয়েকটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় তাদের বিরুদ্ধে নতুন মামলা রুজু করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available