মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মেডিকেলে চান্স পাওয়া অপু দাসের পাশে দাঁড়ালেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। তিনি অপু দাসের ভর্তিসহ আনুসাঙ্গিক যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন।
অপু দাস উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর ঋষি পল্লীর হতদরিদ্র অসিত দাস ও সাধনা রানী দসের ছোট ছেলে। সে চলতি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বর পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। অপুর এমন সাফল্যে তাকে নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর মেডিকেলে পড়া নিয়ে শঙ্কা, দুঃশচিন্তায় তার পরিবার, অপুর ভবিষ্যত নিয়ে শঙ্কা শিরোনামে নানা সংবাদ প্রকাশিত হয়। এতে দেশব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়।
বিষয়টি মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন অনুধাবন করে সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর কাছে উপস্থাপন করেন। সংসদ সদস্য বিষয়টি আমলে নিয়ে অপুকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং মেডিকেলে ভতির্র জন্য নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ প্রমুখ।
এ প্রসঙ্গে সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করা, তাদের পাশে থাকা; এটা আমার জীবনের একটি অংশ। ধর্মীয়, দাতব্য, ক্রীড়া , শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সামাজিক প্রতিষ্ঠানের সাথে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের সম্পৃক্ত থাকা দায়িত্ব ও কর্তব্য, সেই উপলব্ধি থেকেই নিজেকে জড়িয়ে রেখেছি। বর্তমানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বচিত হয়ে সেই দ্বায়িত্ববোধ আরও বেড়ে গেছে। সাথে সাথে দায়বদ্ধতাও বেড়ে গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available