রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার আয়োজনে 'ওপেন হাউজ ডে-২০২৪ ও মেট্রো কমিটি গার্ড' অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো, কাউন্সিলর রফিকুল আলম, জাহাঙ্গীর হোসেন (লিখন), সেলিম চৌধুরী, ফেরদৌসী বেগম প্রমুখ।
ওপেন হাউজ ডে-২০২৪ উপলক্ষে উপস্থিত কোতোয়ালী থানা এলাকার নাগরিকগণ পুলিশের সেবা পাওয়ার ক্ষেত্রে পুলিশের নানা কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি নানা অসুবিধার কথাও তুলে ধরেন। মাদকদ্রব্যের ব্যবহার, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ নানা সামাজিক সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। যেকোনো অভিযোগ দ্রুততম সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর বিষয়ে তিনি আহ্বান জানান। মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি তিনি অভিভাবক ও শিক্ষকগণের ভূমিকার কথা অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ২০০৯ সাল থেকে ওপেন হাউজ ডে আয়োজিত হয়ে আসছে, যার উদ্দেশ্য সেবা গ্রহীতার নিকট সেবা প্রদানকারীর জবাবদিহি নিশ্চিত করা। পুলিশ কমিশনার ওয়ার্ড ভিত্তিক ওপেন হাউজ ডে নিয়মিত অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
এছাড়াও তিনি বলেন, মেট্রো কমিটি গার্ড হিসেবে ৫৭ জন নাইট গার্ড নিয়োগ করা হয়েছে এবং যারা ২২নং ও ২৪নং ওয়ার্ডে রাত্রিবেলা ডিউটি করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available